ব্রেক্সিট বিলম্বিত করতে আইনি ব্যবস্থার পরিকল্পনা করছেন ব্রিটিশ এমপিরা

ব্রেক্সিট বিলম্বিত করতে আইনি ব্যবস্থার পরিকল্পনা করছেন ব্রিটিশ এমপিরা

শেয়ার করুন

_108653152_mediaitem108652367
বিশ্বসংবাদ ডেস্ক :

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ব্রেক্সিট বিলম্বিত করতে না চাইলে আইনগত ব্যবস্থা নেয়ার পরিকল্পনা করছেন টোরিসহ ব্রিটিশ এমপিরা। বিবিসি এ তথ্য জানিয়েছে।

চুক্তি ছাড়া ব্রেক্সিট এড়াতে বিচ্ছেদ বিলম্বিত করতে শুক্রবার একটি বিল অনুমোদন করে ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ হাউজ অব লর্ডস। ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ বিলটিতে সম্মতি দিলে তা আইনে পরিণত হবে। তবে, প্রধানমন্ত্রী বলেছেন, ‘তিনি বরং জলে ডুবে মরবেন, কিন্তু ব্রেক্সিট বিলম্বিত করবেন না’। এই অবস্থায় এমপিরা এ ব্যাপারে আইন প্রণয়ণে আদালতের দারস্থ হওয়ার পরিকল্পনা করছেন। শুক্রবার বিভিন্ন দলের সম্মতিতে পাস করা বিল অনুযায়ী, ১৯ অক্টোবরের মধ্যে পার্লামেন্ট ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ব্রেক্সিট চুক্তি করতে ব্যর্থ হলে, প্রধানমন্ত্রীকে ব্রেক্সিটের সময়সীমা জানুয়ারি পর্যন্ত বিলম্বিত করতে হবে। এদিকে, প্রায় তিন বছর থেকে ঝুলে থাকা ব্রেক্সিট বিতর্ক নিয়ে পার্লামেন্ট যখন উত্তাল, তখন ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তরে চুক্তিহীন ব্রেক্সিটের প্রাক-প্রস্তুতির কাজ শুরু হয়েছে। তবে, আগামী ১৭ ও ১৮ অক্টোবর অনুষ্ঠেয় ইইউ রাষ্ট্রপ্রধানদের শীর্ষ সম্মেলনে ব্রেক্সিট বিষয়ে সমঝোতার জন্য আরও তিন মাস সময় বাড়ানোর জন্য আবেদন করতে পারবে যুক্তরাজ্য।