টেকনাফে দুই রোহিঙ্গা পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত

টেকনাফে দুই রোহিঙ্গা পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত

শেয়ার করুন

কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারের টেকনাফে যুবলীগ নেতা ফারুক হত্যা মামলার আসামি আব্দুল করিম ও নেছার ডাকাত নামে দুই রোহিঙ্গা পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।

টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, রাত দেড়টার দিকে যুবলীগ নেতা হত্যাসহ কয়েকটি মামলার পলাতক আসামিরা দলবল নিয়ে টেকনাফের জাদিমুরা পাহাড়ে অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযানে চালালে পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি হয়।

এ সময় ৩ পুলিশ সদস্য আহত হন। গুলিবিদ্ধ  অবস্থায় আব্দুল করিম ও নেছার ডাকাতকে উদ্ধার করা হয়। তাদের কক্সবাজার সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। গত ২২ আগস্ট হ্নীলার জাদিমুরা এলাকায় যুবলীগ নেতা ওমর ফারুককে হত্যা করে রোহিঙ্গা সন্ত্রাসীরা। এ মামলার আসামিদের মধ্যে ডাকাত নূর মোহাম্মদসহ তিন সন্ত্রাসী পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে।