ব্রেক্সিটের আলোচনা আগামী দশ দিনের মধ্যে শুরু

ব্রেক্সিটের আলোচনা আগামী দশ দিনের মধ্যে শুরু

শেয়ার করুন

_96411523_thersamayবিশ্বসংবাদ ডেস্ক :

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ব্রিটেনের আনুষ্ঠানিক বিচ্ছেদ বা ব্রেক্সিটের আলোচনা আগামী দশ দিনের মধ্যে শুরু হবেবলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে।

সরকার গঠনের অনুমতি চাইতে শুক্রবার বাকিংহাম প্যালেসে রানীর সঙ্গে দেখা করেন। রানীর অনুমতি পাওয়ার পর ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন ডাউনিং স্ট্রিটে ভাষণ দেন তিনি। ৩১৮টি আসন পেয়ে থেরেসা মে’র কনজারভেটিভ পার্টি বৃহত্তম দল হিসেবে এগিয়ে গেলেও, একক সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়।

আটটি আসনের ঘাটতি পূরণ করতে শেষমেশ উত্তর আয়ারল্যান্ডের দল ডেমোক্র্যাটিক ইউনিয়নিস্ট পার্টির সমর্থন জোগাড় করেন মে। এবারের নির্বাচনে  জেরেমি করবিনের নেতৃত্বে কনজারভেটিভের হাত থেকে ২৩টি আসন কেড়ে নিয়েছে বিরোধী দল লেবার। ২৯টি অতিরিক্ত আসন ঝুলিতে ভরে লেবারের দখলে এসেছে ২৬১টি আসন।

কনজারভেটিভের ভোট-অঙ্কে ব্যাপক ধস নামায় নিজের দলের ভিতরেও ক্ষমতা ছাড়ার জন্য চাপের মুখে পড়তে হয়েছে মে-কে। কনজারভেটিভ দলের এই বিপর্যয়ে প্রশ্নের মুখে পড়েছে ব্রেক্সিটের ভবিষ্যৎও। বেক্সিট নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় গতকাল দাম কমে পাউন্ডের।