কমির সিনেট কমিটিতে দেয়া বক্তব্য ট্রাম্পের অস্বীকার

কমির সিনেট কমিটিতে দেয়া বক্তব্য ট্রাম্পের অস্বীকার

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সাবেক এফবিআই প্রধান জেমস কমি তার ব্যাপারে যেসব কথা বলেছেন তা সম্পুর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

শুক্রবার রোজ গার্ডেনে রোমানিয়ান প্রেসিডেন্টের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতের পর, কমির ব্যাপারে সাংবদিকদের নানা প্রশ্নের জবাব দেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কংগ্রেসের কাছে পদচ্যুত এফবিআই প্রধান কোমির ব্যাপারে প্রয়োজনে শপথ নিয়ে সাক্ষ্য দেয়ার কথা বলেছেন ট্রাম্প।

তিনি বলেন, কোমির কাছে তিনি কোনো ধরনের আনুগত্য প্রত্যাশা করেননি। এছাড়া রুশ সংযোগ তদন্তের জন্য কোমিকে বরখাস্ত করা হয়নি বলেও মন্তব্য করেন ট্রাম্প।

এর আগে কংগ্রেস কমিটিতে দেয়া সাক্ষ্যে ডোনাল্ড ট্রাম্পকে মিথ্যাবাদী আখ্যায়িত করে জেমস কোমি বলেন, গত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছে। তিনি ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প তার সম্মানহানি করেছেন।