ব্যবসা ছাড়ার ঘোষণা ট্রাম্পের

ব্যবসা ছাড়ার ঘোষণা ট্রাম্পের

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

প্রেসিডেন্টের দায়িত্ব ভালোভাবে পালন করতে, নিজের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছেন, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার এক ট্যুইটার বার্তায় ওই ঘোষণা দিয়ে ট্রাম্প বলেছেন, ব্যবসায়ে জড়িত থাকার বিষয়ে আইনি বাধ্যবাধকতা না থাকলেও তিনি মনে করেন, এটি ছেড়ে দেওয়াই উচিত। কারণ, ব্যবসার কাজ সমালাতে গিয়ে প্রেসিডেন্টের কাজ করা বাধাগ্রস্ত হতে পারে। তিনি জানিয়েছেন, ব্যবসায়িক কর্মকাণ্ড পুরোপুরি ছেড়ে দেয়ার বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।

আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে, ১৫ ডিসেম্বর তিনি পরিবারের সদস্যদের নিয়ে নিউইয়র্কে সংবাদ সম্মেলন করবেন। সেখানে তিনি আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক সাম্রাজ্য থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন।