বিশ্বব্যাপী গত বছর মৃত্যুদণ্ড কার্যকরের হার কমেছে ৩৭ শতাংশ

বিশ্বব্যাপী গত বছর মৃত্যুদণ্ড কার্যকরের হার কমেছে ৩৭ শতাংশ

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

গত বছর বিশ্বব্যাপী মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা কমেছে বলে প্রতিবেদনে জানিয়েছে মানবাধিকার সংগঠণ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ২০১৫ সালের তুলনায় যা ৩৭ শতাংশ কম।

অ্যামনেস্টির প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ সালে বিশ্বের বিভিন্ন দেশে ১ হাজার ৬৩৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। কিন্তু ২০১৬ সালে কার্যকর করা হয় ১ হাজার ৩২ জনের মৃত্যুদণ্ড। এর মধ্যে সবচেয়ে বেশি ফাঁসি দিয়েছে চীন। এরপরেই রয়েছে সৌদি আরব ও ইরাক। তালিকার শীর্ষ পাঁচে রয়েছে ইরান ও পাকিস্তান।

২০১৬ সালে ইরানে ৯৭৭ জনের ফাঁসি কার্যকর করা হয়। ২০০৬ সালের পর এবারই প্রথম যুক্তরাষ্ট্রের নাম শীর্ষ পাঁচে নেই। অ্যামনেস্টির প্রতিবেদনে বলা হয়, এসব মৃত্যুদণ্ডের বেশিরভাগই দেয়া হয় মাদক চোরাচালানের অভিযোগে।