‘৮৫ শতাংশ তৈরি পোশাক কারখানায় সংস্কার কাজ সম্পন্ন হয়েছে’

‘৮৫ শতাংশ তৈরি পোশাক কারখানায় সংস্কার কাজ সম্পন্ন হয়েছে’

শেয়ার করুন

ef4a45b0040944d244ec94aea1707cace3e7c049_original
নিজস্ব প্রতিবেদক :

৮৫ শতাংশ তৈরি পোশাক কারখানায় সংস্কার কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার্স সেফটি। যুক্তরাষ্ট্রভিত্তিক তৈরি পোশাক ক্রেতাদের এ জোট আরো জানায়, এখন পর্যন্ত ১৪২টি কারখানার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক স্থগিত রেখেছে তারা।

রাজধানীর লেকশোর হোটেলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অ্যালায়েন্সের কান্ট্রি ডিরেক্টর জেমস মরিয়ার্টি। তিনি জানান, ২০১৩ সালের পর থেকে এ পর্যন্ত অ্যালায়েন্সভুক্ত কারখানাগুলোর বেশিরভাগেই সংস্কার কাজ সম্পন্ন হয়েছে।

২০১৮ সালের জুলাইয়ের মধ্যে সকল অ্যালায়েন্স কারখানায় অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার কাজ শেষ করার জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি। অ্যালায়েন্স এ পর্যন্ত ৯৪৭টি কারখানার ১৩ লাখ শ্রমিককে প্রশিক্ষণ দিয়েছে। এছাড়া প্রাথমিক অগ্নি নিরাপত্তা প্রশিক্ষণে আবারো প্রশিক্ষিত হয়েছে প্রায় ১ লাখ শ্রমিক।