ফের এভারেস্টের উচ্চতা মাপা হবে

ফের এভারেস্টের উচ্চতা মাপা হবে

শেয়ার করুন

_96516593_gettyimages-472823804বিশ্বসংবাদ ডেস্ক :

নতুন করে এভারেস্টের উচ্চতা মাপার সিদ্ধান্ত নিয়েছে নেপাল সরকার। ২০১৫ সালের ভূমিকম্পে এভারেস্টের উচ্চতায় পরিবর্তন ঘটেছে বলে মনে করছে দেশটির জরিপ বিভাগ।

ভূতত্ববিদদের মতে, ২০১৫ সালের ভূমিকম্পে এভারেস্ট শৃঙ্গ কিছুটা বসে গেছে। দেশটির জরিপ দফতর জানায়, এভারেস্টের উচ্চতা আগের জরিপগুলো অনুযায়ী ৮ হাজার ৮৪৮ মিটার। কিন্তু এর ভৌগোলিক অবস্থানে কিছুটা পরিবর্তন ঘটেছে বলে মনে করেন নেপাল কর্তৃপক্ষ।

পর্বত শৃঙ্গের তিন দিক থেকে উচ্চতা মাপার কথা জানায় জরিপ বিভাগ। তবে এভারেষ্টের উচ্চতা মাপার জন্য নেপালের  উদ্যোগই একমাত্র উদ্যোগ নয়, ভারতের জরিপ অধিদফতরও একই কাজ করার ঘোষণা দেয় এবং এই জরিপে খরচ হবে প্রায় ১৩ লাখ মার্কিন ডলার।