ফিলিস্তিনিকে হত্যার দায়ে ইসরায়েলি সেনার ১৮ মাসের জেল

ফিলিস্তিনিকে হত্যার দায়ে ইসরায়েলি সেনার ১৮ মাসের জেল

শেয়ার করুন

_94751829_91c5ab0f-f79c-4a39-9db1-fb95ece2a928বিশ্বসংবাদ ডেস্ক :

গুরুতর আহত এক ফিলিস্তিনি তরুণকে গুলি করে হত্যার ঘটনায় এক ইসরায়েলি সেনাকে ১৮ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত ওই ইসরায়েলি সেনার নাম ইলোর আজারিয়া।

ওই সেনার বিরুদ্ধে অভিযোগপত্রে বলা হয়েছে, নিরাপত্তা হুমকি না থাকা সত্ত্বেও, একজন ফিলিস্তিনি তরুণকে হত্যা করেছেন ইলোর।

এদিকে ইলোর আজারিয়া’র কারাদাণ্ডের রায়ের বিরুদ্ধে ইসরায়েলের প্রতিরক্ষা দফতরের বাইরে বিক্ষোভ করে দেশটির উগ্রপন্থীরা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইলোরের ক্ষমা করার যে কোনো সিদ্ধান্ত সমর্থন করবেন তিনি।

ইলোর আজারিয়া’র হাতে নিহত ফিলিস্তিনি নাম ফাতাহ আল-শরিফ। ইসরায়েলি সেনার দাবি, ওই ফিলিস্তিনি তরুণ ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীরের হেবরনে ছুরি হাতে হামলা চালানোর চেষ্টা করেছিলেন। তখন সেনাদের গুলিতে গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়েছিলেন শরিফ। এর কিছুক্ষণ পর মাথায় গুলি করে তাকে হত্যা করে সার্জেন্ট ইলোর আজারিয়া।

ফিলিস্তিনি মানবাধিকার কর্মীরা বলছেন, ইসরায়েলি সেনারা যে ফিলিস্তিনিদের বিচারবহির্ভুত হত্যা করে থাকে, এই ঘটনা তারই প্রমাণ।