মিশুক মুনীর ও তারেক মাসুদের মৃত্যুর পর জেগে ওঠেছিল বাংলাদেশ!

মিশুক মুনীর ও তারেক মাসুদের মৃত্যুর পর জেগে ওঠেছিল বাংলাদেশ!

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

মিশুক মুনীর আর তারেক মাসুদ। সড়ক দুর্ঘটনায় এই দুই উজ্জল নক্ষত্রকে হারিয়ে বিক্ষুব্ধ হয়ে উঠেছিল সাধারণ মানুষ। মানিকগঞ্জের ঘিওরের জোঁকায় এ দুই গুনিজনসহ ৫ জনের মৃত্যুর পর রাজপথ আর ইন্টারনেটে আন্দোলনও কম হয়নি। কিন্তু তারপরও থামেনি সড়ক দুর্ঘটনায় হতাহতের মিছিল।

সড়ক দুর্ঘটনায় সাংবাদিক মিশুক মুনীর ও চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের নির্মম মৃত্যুর পর যেন হঠাৎ করেই জেগে ওঠে বাংলাদেশ। ঘুম ভাঙে প্রশাসনের, অন্তত দুর্ঘটনার পরের দুই বছরে প্রশাসনের নানা কর্তাব্যক্তিদের লাফঝাঁপ আর সাধারণ মানুষের অংশগ্রহণে প্রতিবাদ ও জনসচেতনতা কর্মসূচী পালন তেমন চিত্রই তুলে ধরে ।

একদিকে ধারাবাহিক সামাজিক আন্দোলন যখন চাপ তৈরি করেছে প্রশাসনের ওপর, তখন দায়িত্বশীল কারো কারো মুখ থেকে দায়িত্বজ্ঞানহীন মন্তব্যও এসেছে। যা আদতে অদক্ষ চালকদের করেছে উৎসাহিত, যার ফলাফল মিশুক-তারেকের মৃত্যুর পর প্রতি বছর সড়ক দুর্ঘটনায় নিহতের মিছিল আরো লম্বা হওয়া।

তবে, শুধু দায়িত্বহীন বক্তব্যই নয়, আইনের ফাঁকফোকরও অনেক ক্ষেত্রেই দায়ী অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে না পারার জন্য, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা।

বিশেষজ্ঞদের মতে, যথাযথ আইন প্রণয়ন এবং সঠিকভাবে তা প্রয়োগ করার পাশাপাশি জনসচেতনতা বাড়াতে কাজ করতে হবে সম্মিলিতভাবে।