ফিলিপাইনে ধেয়ে আসছে ‘টাইফুন নক টেন’

ফিলিপাইনে ধেয়ে আসছে ‘টাইফুন নক টেন’

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

ফিলিপাইনের দিকে ধেয়ে যাচ্ছে টাইফুন নক-টেন। স্থানীয় সময় সন্ধ্যার পর এটি ফিলিপাইনে আঘাত হানতে যাচ্ছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।ফলে ক্রিসমাস ডে’র আনন্দ ভেস্তে যেতে পারে ফিলিপাইনে। যদিও এরই মধ্যে কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। তারপরও বিশাল ক্ষয়ক্ষতির আশংকা করা হচ্ছে। বন্ধ করে দেওয়া হয়েছে অনেক বন্দর।

ঘণ্টায় সর্বোচ্চ ২৫০ কিলোমিটার বেগে দেশটির পূর্বাঞ্চলীয় ওয়ালপ উপকূলে আঘাত হানতে যাচ্ছে টাইফুনটি। শক্তিশালী এ টাইফুনের তীব্রতা ছড়িয়ে পড়বে লুজান ও রাজধানী ম্যানিলা পর্যন্ত।

টাইফুনের প্রভাবে সমুদ্রে দুই মিটার উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। ভূমি ধস ও বন্যার আশঙ্কাও করেছে আবহাওয়া বিভাগ। সরকারের পক্ষ থেকে এরিমধ্যে সতর্কতা মূলক ব্যবস্থা নেয়া হয়েছে। তৎপর রাখা হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগকে।