সারাদেশে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে শুভ বড় দিন

সারাদেশে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে শুভ বড় দিন

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক :

সারাদেশে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে যিশু খ্রিস্টের জন্মদিন- শুভ বড় দিন।

রোববার সকালে গির্জায় ঘন্টা ধ্বনি, সমবেত প্রার্থনা ও প্রচলিত আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে গাজীপুরের সেন্ট নিকোলাস গীর্জায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসব শুরু হয়।

চট্টগ্রামেও প্রার্থনার ও প্রভু যিশু স্মরণে প্রার্থনা সংগীত পরিবেশনের মধ্য পালিত হচ্ছে শুভ বড়দিন। সিলেটের খ্রিস্টধর্মাবলম্বীরা জমকালো আয়োজনের মধ্য দিয়ে পালন করছেন বড়দিন। খুলনা নগরীর ১৯টি গির্জায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

লক্ষ্মীপুরের জোসেফ গীর্জা সাজানো হয়েছে মনোরম আলোকসজ্জায়। রংপুরে ধর্মীয় প্রার্থনায় অংশ নিয়ে প্রভুর যিশুর আদর্শে অনুপ্রাণিত হয়ে জীবন যাপন এবং সকল দেশবাসীর মঙ্গল কামনা করেছেন খ্রিষ্টধর্মাবলম্বীরা। বগুড়ায় কেক কাটাসহ নানা আয়োজনে দিনটি পালন করা হচ্ছে। এছাড়া বান্দরবান, হবিগঞ্জ, ঝিনাইদহ, ময়মনসিংহ, নোয়াখালী, রাঙ্গামাটি, সিরাজগঞ্জ, নোয়াখালী ও দিনাজপুরে প্রার্থনাসহ নানা আয়োজনে বড়দিন পালিত হচ্ছে।