প্রাণঘাতী হামলার হাত থেকে বেঁচে গেলেন অ্যাঙ্গেলা মেরকেল

প্রাণঘাতী হামলার হাত থেকে বেঁচে গেলেন অ্যাঙ্গেলা মেরকেল

শেয়ার করুন

1041880750

এটিএন টাইমস ডেস্ক:

প্রাণঘাতী হামলা থেকে বেঁচে গেলেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। চেক প্রজাতন্ত্র সফররত মেরকেলের কনভয়ের কাছে পৌঁছে যায় সন্দেহভাজন কালো গাড়ি।

চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী বহুস্লাভ সোবোক্তার সঙ্গে বৈঠকে যোগ দিতে, বৃহস্পতিবার প্যারাগুয়ে পৌঁছান মেরকেল।

চেক পুলিশ জানিয়েছে, মের্কেলের কনভয় প্যারাগুয়ে বিমানবন্দর থেকে মূল শহরের দিকে যাওয়ার সময় একটি কালো মার্সিডিজ কনভয়ে ঢুকে পড়ার চেষ্টা করে। পুলিশের গাড়ি থেকে ওই মার্সিডিজের চালককে সতর্ক করে দেওয়া হয়। কনভয়ে ঢুকতে বারণ করা হয়। কিন্তু সে কথা শোনেনি।

পুলিশের একটি গাড়ি সেটির পথ আটকানোর চেষ্টা করলে, মার্সিডিজটি তাকে পাশ কাটিয়ে মেরকেলের গাড়ির আরও কাছাকাছি চলে যায়। পরিস্থিতি বুঝে পুলিশ চলন্ত অবস্থাতেই ঘিরে ফেলে মার্সিডিজটিকে। না থামলে গুলি চালানো হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। এরপর ওই সন্দেহভাজন গাড়ি থামায়।

তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। জার্মান চ্যান্সেলরের উপরে হামলার জন্যই যে ওই ব্যক্তি কনভয়ে ঢুকেছিল, তা চেক পুলিশ স্পষ্ট করে বলেনি। তবে পুলিশের সন্দেহ, বড়সড় ক্ষতি করার লক্ষ্য ছিলো ওই সন্দেহভাজন ব্যক্তির।