পেশোয়ারে কৃষি কলেজের ছাত্রাবাসে তালেবান হামলা, নিহত ১৩

পেশোয়ারে কৃষি কলেজের ছাত্রাবাসে তালেবান হামলা, নিহত ১৩

শেয়ার করুন

_99011840_6f5e0a94-7055-44ce-a387-901e23cc6fe3বিশ্বসংবাদ ডেস্ক :

পাকিস্তানের পেশোয়ারের কৃষি প্রশিক্ষাণ ইন্সটিউটটের এক ছাত্রাবাসে তালেবান জঙ্গিদের হামলায় কমপক্ষে ৭ ছাত্রসহ ১৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৩০ জন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দেশটির জিও টিভি জানায়, শুক্রবার সকাল সোয়া ৮টার দিকে একটি রিক্সায় করে বোরকা পরিহিত ৪ জন বন্দুকধারী ‘পেশোয়ার এগ্রিকালচার ট্রেনিং সেন্টারে’ ঢুকে গুলি ছুড়তে থাকে। এসময় বোমা বিস্ফোরণও ঘটায় তারা। ক্যাম্পাসে ঢোকার আগে জঙ্গিরা একজন নিরাপত্তারক্ষীকেও গুলি করে আহত করে।
_99011842_a3bc3da8-2ef8-48fd-898d-c07ccca583d7
পরে দুই ঘণ্টার অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ ও সেনাবাহিনী। এসময় গোলাগুলিতে হামলকারী ৪ জঙ্গির মৃত্যু হয়।

ছাত্রাবাসটিতে ৪ শতাধিক ছাত্র থাকলেও ঈদে মিলাদুন্নবীর ছুটির কারণে ১২০ জনের মত ছাত্র ক্যাম্পাসে অবস্থান করছিলো। ২০১৪ সালের ডিসেম্বরে পেশোয়ারের আর্মি পাবলিক স্কুলে তালেবান বন্দুকধারীদের হামলায় ১শ ৩৪ শিশু শিক্ষার্থী প্রাণ হারায়।