আর্জেন্টিনার নিখোঁজ সাবমেরিনের সবাই মারা গেছে, সন্ধান কাজ সমাপ্তি

আর্জেন্টিনার নিখোঁজ সাবমেরিনের সবাই মারা গেছে, সন্ধান কাজ সমাপ্তি

শেয়ার করুন

_98883365_submainবিশ্বসংবাদ ডেস্ক :

আর্জেন্টিনার নিখোঁজ সাবমেরিনটির সন্ধান কাজ আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করেছে দেশটির সরকার। সাবমেরিনটির ৪৪ জন ক্রুর বেঁচে থাকার আর কোন আশা নেই বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

নৌবাহিনীর মুখপাত্র এনরিক বালবি জানান, সর্বাত্মক প্রচেষ্টার পরেও সাবমেরিনটির সন্ধান পাওয়া সম্ভব হয়নি। তিনি বলেন, অনুসন্ধানের জন্য নির্ধারিত সময়ের চেয়েও দ্বিগুণ সময় তারা ব্যয় করেছেন।

এরপরেও কোন ধরণের সম্ভাবনা দেখেননি তারা। তবে এরপরেও সমুদ্র তলে তারা সাবমেরিনটির অনুসন্ধান করে যাবেন বলে যোগ করেন বলবি।

নিখোঁজ সাবমেরিনটির সন্ধান পেতে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটেনসহ প্রায় বহুদেশের সহায়তা দল আর্জেন্টিনা কর্তৃপক্ষের সঙ্গে কাজ করে। শুরুতে নিখোঁজ ক্রুদের বেঁচে থাকার আশা প্রকাশ করা হলেও বিস্ফোরণের ঘটনা জানার পরও সে সম্ভাবনা কমে যায়। গত ১৫ নভেম্বর ‘এআরএ সান হুয়ান’ সাবমেরিনটি ৪৪ জন ক্রু নিয়ে নিখোঁজ হয়ে যায়।