পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, ৭ আরোহী নিহত

পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, ৭ আরোহী নিহত

শেয়ার করুন

Peru Plane accident

আন্তর্জাতিক ডেস্ক।।

পেরুর নাজকা শহরে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত হয়ে সাত আরোহী নিহত হয়েছেন। তারা শুক্রবার (৪ ফেব্রুয়ারি) পেরুর বিখ্যাত পর্যটনস্পট নাজকা লাইনস দেখতে গিয়েছিলেন।

পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে তিনজন ডাচ পর্যটক, দুজন চিলির নাগরিক এবং দুজন পেরুভিয়ান ক্রু ছিলেন।

দেশটির পরিবহন ও যোগাযোগ বিষয়ক মন্ত্রণালয় জানায়, প্রত্নতাত্ত্বিক স্থান নাজকার কাছাকাছি বিধ্বস্ত হয় ‘সেনসা টু জিরো সেভেন’ এয়ারক্রাফট।

গোলোযোগ টের পেয়ে মারিয়া রিচে বিমানবন্দরের কাছাকাছি ল্যান্ড করার চেষ্টা করে পাইলট। মাটিতে নামার পর বিমানটিতে আগুন ধরে যায় ।

নিহতদের মধ্যে দুই ক্রু ও ৫ জন পর্যটক ছিলেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

নাজকার প্রায় ৪০০ বর্গকিলোমিটার এলাকাকে জুড়ে সুরক্ষিত অঞ্চলটিতে প্রতি বছর বহু পর্যটক আকর্ষণীয় জিওগ্লিফ দেখতে যান। দানবীয় আকার বোঝার সুবিধার্থে পর্যটকদের প্লেনে চড়িয়ে সেগুলো দেখানো হয়।

নিহতদের বিষয়ে তাৎক্ষণিকভাবে ডাচ ও চিলিয়ান কর্তৃপক্ষের মন্তব্য জানা যায়নি।