পাকিস্তানের হাইকমিশনারকে দিল্লির তলব

পাকিস্তানের হাইকমিশনারকে দিল্লির তলব

শেয়ার করুন

High Commissioner of Pakistan in India, Abdul Basit gestures while addressing a press conference in Bangalore on October 30, 2015. Abdul Basit is on a four-day visit to Bangalore.  AFP PHOTO/ Manjunath KIRAN / AFP PHOTO / Manjunath Kiran

বিশ্বসংবাদ ডেস্ক :

জম্মু-কাশ্মিরে উরি সেনাঘাটিতে হামলার ঘটনায় দিল্লিতে নিয়োজিত পাকিস্তানের হাইকমিশনারকে তলব করেছে ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়।

টাইমস অব ইন্ডিয়া জানায়, জঙ্গি হামলার প্রমাণ দিতেই ভারতে নিয়োজিত পাকিস্তানি হাইকমিশনারআব্দুল বাসিতকে তলব করে নয়াদিল্লি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল মুখপাত্র বিকাশ বলেন, পাকিস্তান যদি হামলার তদন্ত করতে চায়, তাহলে প্রমাণ হিসেবে উরিতে নিহত জঙ্গিদের আঙ্গুলের ছাপ ও ডিএনএ নমুনা সরবরাহ করতে প্রস্তুত ভারত।

গত রোববারের ওই জঙ্গি হামলায় ১৮ জন ভারতীয় সেনা সদস্য নিহত হন। ভারতের অভিযোগ পাকিস্তানের মদদেই সেনাঘাটিতে হামলা করেছে জঙ্গিরা। তবে বরাবরই অভিযোগ অস্বীকার করছে পাকিস্তান। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ভাষণের কয়েক ঘণ্টা আগেই, পাক হাইকমিশনারকে তলব করা হয়।