পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইকের হুমকি ভারতীয় সেনাপ্রধানের

পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইকের হুমকি ভারতীয় সেনাপ্রধানের

শেয়ার করুন

indian-army-surgical-strike-2016-620x330এটিএন টাইমস ডেস্ক:

পাকিস্তান সীমান্তে নতুন করে সার্জিক্যাল স্ট্রাইকের মতো অভিযান চালানো সম্ভব বলে হুমকি দিয়েছেন ভারতের নতুন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। তিনি বলেন, প্রয়োজন ছিল বলেই সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে পাকিস্তানকে অনেক প্রশ্নের জবাব দেয়া হয়েছে। এনডিটিভি-কে দেয়া সাক্ষাৎকারে জেনারেল বিপিন বলেন, ভবিষ্যতে এ ধরনের আরও সার্জিক্যাল স্ট্রইকের সম্ভাবনা রয়েছে।

সীমান্তে সন্ত্রাসীদের তৎপরতা বাড়তে দেয়া যাবে না উল্লেখ করে বিপিন বলেন, নিয়ন্ত্রণ রেখায় পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে অবশ্যই ব্যবস্থা নেবে ভারত। সীমান্তে গেরিলাদের বিরুদ্ধে লড়াইয়ের পরিকল্পনা ও কৌশলের কথাও জানান ভারতীয় সেনাপ্রধান।

এর আগে, দায়িত্ব নেয়ার দিন জেনারেল বিপিন বলেছিলেন, প্রয়োজনে পাকিস্তানের বিরুদ্ধে শক্তি প্রদর্শনে পিছপা হবে না ভারতীয় সেনারা।