বিসিসিআই সভাপতি হচ্ছেননা সৌরভ

বিসিসিআই সভাপতি হচ্ছেননা সৌরভ

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

imagesভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধানের পদ থেকে অনুরাগ ঠাকুরকে সরিয়ে দেয়ার পর, সেই পদে সৌরভ গাঙ্গুলি যোগ দিবেন এমন আলোচনা শোনা যাচ্ছিল। তবে, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নিজেই জানিয়ে দিলেন এই পদে যাচ্ছেন না তিনি। এনডিটিভিকে দেয়া এক সাক্ষাতকারে একথা বলেন তিনি।

প্রিন্স অফ কোলকাতা সাফ জানিয়ে দিয়েছেন কোনভাবে বোর্ড সভাপতি হতে চান না। সম্প্রতি আদালতের রায়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট পদ থেকে অনুরাগ ঠাকুর ও সচিব পদ থেকে অজয় শিরকেকে বহিষ্কার করা হয়। তারপরই উঠে এই গুঞ্জন।

দিকে, ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের প্রেসিডেন্ট হিসেবে আরও একবছর কাজ করতে চান। সৌরভের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা উসকে দিয়েছিলেন সুনীল গাভাস্কার। তিনিই বলেছিলেন আপতকালীন সময়ে সৌরভই পারেন বোর্ডের হাল ধরে ভাবমূর্তি ফিরিয়ে আনতে।

গাভাস্কার ১৯৯৯-২০০০ সালে ভারতের অধিনায়ক হয়ে দলকে নতুন উচ্চতায় নেওয়ার বিষয়টি স্মরণ করেন। কিন্তু গাঙ্গুলির এক মন্তব্যে সব সম্ভাবনা আপাতত শেষ হয়ে গেছে।