পশ্চিম মসুলে সরকারি ভবনগুলোর নিয়ন্ত্রণ ফিরে পেলো ইরাকি বাহিনী

পশ্চিম মসুলে সরকারি ভবনগুলোর নিয়ন্ত্রণ ফিরে পেলো ইরাকি বাহিনী

শেয়ার করুন

_94965320_4c202442-ffef-44e2-867a-a0f65a24a8f3বিশ্বসংবাদ ডেস্ক :

ইরাকের পশ্চিম মসুলে আইএস-বিরোধী লড়াইয়ে সরকারি ভবনগুলোর নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে দেশটির সেনাবাহিনী। ওই ভবনগুলোর মধ্যে প্রাদেশিক সরকারের কার্যালয় ও একটি জাদুঘর রয়েছে।

মসুল শহরের পুরোনো অংশকে আইএস মুক্ত করতে জোরদার অভিযান চালিয়ে যাচ্ছে সেনারা। সরকারী সেনাদের হামলার মুখে পিছু হটতে বাধ্য হচ্ছে জঙ্গিরা।

পশ্চিম মসুলের নিয়ন্ত্রণ পেতে, মার্কিন বিমান বাহিনীর সহায়তা নিয়ে গত ১৯ ফেব্রুয়ারি থেকে বড় ধরনের অভিযান শুরু করে ইরাকি বাহিনী। তবে দ্বিতীয় দফায় চালানো আইএস-বিরোধী অভিযান শুরু পর, মুসলের অন্তত ৬৫ হাজার স্থানীয় বাসিন্দা, তাদের আবাস ছেড়ে ক্যাম্পে আশ্রয় নিয়েছেন। ঘরহারা মানুষের সংখ্যা প্রতিদিনই বাড়ছে।