পশ্চিমবঙ্গে মোদির অনুষ্ঠানে শামিয়ানা ভেঙ্গে আহত ৯০

পশ্চিমবঙ্গে মোদির অনুষ্ঠানে শামিয়ানা ভেঙ্গে আহত ৯০

শেয়ার করুন

ot16ub0g_midnapore-tent-collapse-pti-650_625x300_16_July_18বিশ্বসংবাদ ডেস্ক :

ভারতের পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এক অনুষ্ঠানে শামিয়ানা ভেঙে পড়ে কমপক্ষে ৯০ জন আহত হয়েছেন। গতকাল বিকালে প্রদেশের মিদনাপুর শহরে এই দুর্ঘটনা ঘটে। এনডিটিভির জানায়:  মোদির বক্তব্যের মাঝখানেই এই দুর্ঘটনা ঘটে।

বক্তব্য থামিয়ে নিরাপত্তা কর্মীদের আহতদের সহায়তা করার নির্দেশ দেন তিনি। পরে প্রধানমন্ত্রীর বহরে থাকা মোটরবাইক ও অ্যাম্বুলেন্সে করে আহতদের  হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জনসভা শেষে হাসপতালে আহতদের দেখতেও যান মোদি। সোমবার সকাল থেকেই অনেক বৃষ্টি হচ্ছিলো। সেজন্য জনসভায় শামিয়ান টাঙায় স্থানীয় প্রশাসন। কিন্তু বিকালে সেই শামিয়ান ধসে পড়ে।

ইউনিয়নমন্ত্রী এসএস আহলুওয়ালিয়া দাবি করেন, অব্যবস্থাপনা নয়, প্রবল বৃষ্টি ও মানুষের চাপে বাঁশের খুটি উপড়ে এই দুর্ঘটনা হয়েছে। তবে এই ঘটনায় মোদির নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে কেন্দ্রীয় কর্মকর্তারা। তারা ক্ষোভ প্রকাশ করে বলে, প্রধানমন্ত্রী নিরাপত্তায় বছরে ৩৫০ কোটি রুপির বেশি খরচ হয়। কিন্তু ভেন্যু নিরাপদ না হলে শতভাগ নিরাপত্তা নিশ্চেত করা সম্ভব নয়।