‘মুক্তিযোদ্ধা কোটা নিয়ে আদালতের রায় রয়েছে, সরকার চাইলেই অমান্য করতে পারেনা’

‘মুক্তিযোদ্ধা কোটা নিয়ে আদালতের রায় রয়েছে, সরকার চাইলেই অমান্য করতে পারেনা’

শেয়ার করুন

PM01নিজস্ব প্রতিবেদক :

সরকারী চাকরীতে মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখতে উচ্চ আদালতের রায় রয়েছে। তাই সরকার চাইলেই তা অমান্য করতে পারেনা বলে মন্তব্য করেছেন প্রধামন্ত্রী শেখ হাসিনা।  সকালে গণভবনে এক অনুষ্ঠানে তিনি আরো বলেছেন, কোটা বিরোধী আন্দোলনের নাম যা হচ্ছে, তা লজ্জাজনক।

এসময় ইলেট্রনিক পদ্ধতিতে সরকারি ভাতার টাকা পাঠানোর কার্যক্রম উদ্বোধন করেন তিনি। এর ফলে ভাতাভোগীদের কাছে টাকা পৌছানো আর দ্রুত হবে।

প্রধানমন্ত্রী কোটা বিরোধী আন্দোলন সম্পর্কে বলেন, অনেক জ্ঞানী গুনী ব্যক্তিও না বুঝে কোটা সংস্কার নিয়ে নানা কথা বলছেন। কোটা পদ্ধতি সংস্কারের পাশাপাশি স্বাধীনতা বিরোধী ও তাদের দোসররা যেন আর ক্ষমতায় আসতে না পারে, সে ব্যবস্থাও করতে হবে বলে মন্তব্য করেন তিনি। কোটা সংস্কার নিয়ে আপীল বিভাগের নির্দেশনার সঙ্গে সাংঘর্ষিক অবস্থায় না গিয়ে নিয়মতান্ত্রিক ব্যবস্থা নিচ্ছে সরকার।