নিরাপত্তা সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের ওপর ইউরোপ নির্ভর করতে পারে না’

নিরাপত্তা সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের ওপর ইউরোপ নির্ভর করতে পারে না’

শেয়ার করুন

c2e2b74415c641f883b7af6ae9f73ed7_18বিশ্বসংবাদ ডেস্ক :

নিরাপত্তা সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের ওপর ইউরোপ নির্ভর করতে পারে না বলে মন্তব্য করেছেন ফরাসী প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাখোঁ।

সোমবার তিনি প্যারিসে বিদেশি রাষ্ট্রদূতদের এক সম্মেলনে এই কথা বলেন। তার এই মন্তব্যে ইউরোপের সঙ্গে যুক্তরাষ্ট্রের মতবিরোধের বিষয়টি প্রকাশিত হলো মনে করছেন বিশ্লেষকরা।  এখনই নিজেদের নিরাপত্তার দায়িত্ব নেয়ার সময় এসেছে বলে মন্তব্য করেন ম্যাখোঁ।

তিনি বলেন, এর মাধ্যমে ইউরোপের সার্বভৌমত্ব রক্ষা করা সম্ভব হবে। ম্যাখোঁ বলেন, ইউরোপের ভবিষ্যত নিয়ে আবারো চিন্তা করতে হবে। রাশিয়াসহ ইউরোপের সব দেশকে নিয়ে আমাদের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করতে হবে। তিনি ইউরোপের দেশগুলোর মধ্যে সামরিক সহযোগিতার ঐক্য গড়ে তোলার আহবান জানান।