নিরাপত্তার স্বার্থে অস্ত্র কিনবে কাতার, হস্তক্ষেপ করার অধিকার কারো নেই

নিরাপত্তার স্বার্থে অস্ত্র কিনবে কাতার, হস্তক্ষেপ করার অধিকার কারো নেই

শেয়ার করুন

446বিশ্বসংবাদ ডেস্ক :

সৌদি আরবের সামরিক হামলার হুমকির জবাবে কাতার বলেছে, যে কোনো সার্বভৌম রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে অস্ত্র কেনার অধিকার রয়েছে এবং তারা অস্ত্র কিনবেন।

সোমবার কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি সংবাদ সম্মেলনে একথা জানান। তিনি বলেন, এই ধরণের হুমকি দিয়ে সব ধরণের আন্তর্জাতিক আইন এবং রীতিনীতির বিরুদ্ধাচারণ করেছে সৌদি আরব।

সম্প্রতি রাশিয়ার কাছ থেকে মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা এস-ফোর হানড্রেড কেনার বিষয়ে চূড়ান্ত চুক্তি করেছে কাতার। আর এতেই ক্ষোভ জানান প্রতিবেশি সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ।

তিনি দেশটিতে সামরিক হামলা চালানোর হুমকি দেন। এর প্রেক্ষিতে কাতারের পররাষ্ট্রমন্ত্রী জানান, সৌদি আরবের আধিপত্য বিস্তারের চেষ্টা উদ্দেশ্যমূলক। জাতীয় স্বার্থে তার দেশ যে কোনো সিদ্ধান্ত নেবে। সেখানে হস্তক্ষেপ করার অধিকার অন্য দেশের নেই। এদিকে, রাশিয়াও বলেছে : কারো চোখ রাঙানিতে অস্ত্র বিক্রি বন্ধ করবে না তারা।