ইইউকে বিভক্ত করার কোন ইচ্ছা রাশিয়ার নেই: পুতিন

ইইউকে বিভক্ত করার কোন ইচ্ছা রাশিয়ার নেই: পুতিন

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

ইউরোপীয় ইউনিয়নকে বিভক্ত করার কোন ইচ্ছা রাশিয়ার নেই বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

অস্ট্রিয়া সফরের আগে এই মন্তব্য করেন তিনি। অস্ট্রিয়ার ওআরএফ গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাতকারে পুতিন বলেন তিনি চান একটি শক্তিশালী ও সংঘবদ্ধ ইইউ। ইইউকে রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ ও অর্থনৈতিক অংশীদার হিসেবে উল্লেখ করেন তিনি।

তাঁর ইউনাইটেড রাশিয়া পার্টি ও অস্ট্রিয়ার ফার রাইট ফ্রিডম পার্টির মধ্যে কোন ধরণের যোগসূত্রের কথা অস্বীকার করেন পুতিন। রুশ প্রেসিডেন্ট বলেন ইউরোপীয় ইউনিয়নের যে কোন সমস্যার ঝুঁকি রাশিয়াকে বহন করতে হবে।

মঙ্গলবার অস্ট্রিয়ার প্রেসিডেন্ট আলেক্সজেন্ডার ভেনডার বলেন ও চ্যান্সেলর সেবাস্তিয়ান ক্রুজের সংগে বৈঠক করবেন পুতিন।