নারীদের ড্রাইভিং লাইসেন্স দেওয়া শুরু করেছে সৌদি সরকার

নারীদের ড্রাইভিং লাইসেন্স দেওয়া শুরু করেছে সৌদি সরকার

শেয়ার করুন

44074090_303বিশ্বসংবাদ ডেস্ক :

নারীদের ড্রাইভিং লাইসেন্স দেওয়া শুরু করেছে সৌদি আরব। সৌদি প্রেস এজেন্সি- এসপিএ জানায়, সোমবার রাজধানী রিয়াদে ট্রাফিক অধিদপ্তর দশজন নারীকে লাইসেন্স দিয়েছে। এর আগে সৌদি আরবের নারীরা যুক্তরাজ্য, কানাডা ও লেবাননসহ অন্য দেশের লাইসেন্স নিতেন।

দেশেও তাদের সংক্ষিপ্ত গাড়ি চালানোর পরীক্ষা দিতে হতো। ২৪ জুন থেকে নারীদের গাড়ি চালানোর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে যাচ্ছে সৌদি আরব। সেপ্টেম্বরে এক রাজ ডিক্রিতে এই ঘোষণা দিয়েছেন বাদশাহ সালমান।

দেশটির ট্রাফিক ডিপার্টমেন্ট জানায়, নারীদের গাড়ি চালানো শেখানোর জন্য ছয়টি শহরে পাঁচটি স্কুলকে অনুমতি দেওয়া হয়েছে। অনেক আবেদন অনুমতির অপেক্ষায় রয়েছে।

এখনও সৌদি আরবে নারীদের জীবনযাত্রা নানা নিষেধাজ্ঞার বেড়াজালে অবরুদ্ধ। তবে সম্প্রতি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেওয়া নানা পদক্ষেপ কিছুটা হলেও আলো ছড়াচ্ছে।