নাগরিকত্ব নিবন্ধনের জন্য কোনো ভারতীয়কে দেশ ছাড়তে হবে না: মোদি

নাগরিকত্ব নিবন্ধনের জন্য কোনো ভারতীয়কে দেশ ছাড়তে হবে না: মোদি

শেয়ার করুন

ddk0l05_narendra-modi-lok-sabha_625x300_20_July_18বিশ্বসংবাদ ডেস্ক :

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, আসামের জাতীয় নাগরিকত্ব নিবন্ধনের জন্য কোনো ভারতীয়কে দেশ ছাড়তে হবে না। সবাইকে নাগরিকত্ব প্রমাণের সুযোগ দেয়া হবে।

বাদ পড়াদের মধ্যে যারা যে দেশ থেকে ভারতে এসেছেন, সেই দেশ নাগরিক হিসেবে স্বীকার করলে তবেই তাদের জন্মভূমিতে ফেরত পাঠানো হবে। তিনি বলেন, নাগরিকত্বের প্রমাণ দিতে না পারলেই তাদের পুশব্যাক করার কথা ভাবার কারণ নেই।

আসামের এনআরসি নিয়ে এই প্রথম মুখ খোলেন নরেন্দ্র মোদী। শনিবার সংবাদ সংস্থা এএনআইকে দেয়া এক সাক্ষাৎকারে মোদি বলেন, এনআরসি রাজনীতির জন্য নয়, সাধারণ মানুষের জন্য। তিনি আরও বলেন, কয়েক দশক ধরে কংগ্রেস বাংলাদেশি অনুপ্রবেশকারীদের প্রশ্নটি জিইয়ে রেখেছে।

গত ৩০ জুলাই প্রকাশিত হয়েছে আসামের জাতীয় নাগরিকত্ব নিবন্ধনের খসড়া। চল্লিশ লাখ অসমীয়ের নাম সেই খসড়াতে নেই। বাদ পড়া এসব ভারতীয়রা চরম উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।