কওমি মাদ্রাসার স্নাতকোত্তর ডিগ্রির স্বীকৃতি দিতে আইনের খসড়া অনুমোদন

কওমি মাদ্রাসার স্নাতকোত্তর ডিগ্রির স্বীকৃতি দিতে আইনের খসড়া অনুমোদন

শেয়ার করুন

মন্ত্রিসভানিজস্ব প্রতিবেদক :

কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের সনদকে সাধারণ শিক্ষার স্নাতকোত্তর ডিগ্রির স্বীকৃতি দিতে আইনের খসড়া অনুমোদন দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে একটি নতুন আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

২০১৭ সালের ১১ এপ্রিল কওমি মাদ্রাসার সর্বোচ্চ সনদকে সাধারণ শিক্ষার স্নাতকোত্তর ডিগ্রির স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে কওমি মাদ্রাসার সর্বোচ্চ সনদকে সাধারণ শিক্ষার স্নাতকোত্তর ডিগ্রির স্বীকৃতি দিয়ে আদেশ জারি করে সরকার।

মন্ত্রিসভার বৈঠকে, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট আইন-২০১৮’র খসড়ারও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। এছাড়া, বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সহযোগিতার বিষয়ে ২০১১ সালে  ঢাকা-মস্কোর মধ্যে স্বাক্ষরিত চুক্তি সংশোধনীর প্রটোকলের খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ।