নরওয়ের মানুষ সবচেয়ে সুখী

নরওয়ের মানুষ সবচেয়ে সুখী

শেয়ার করুন

_95233082_gettyimages-84745752বিশ্বসংবাদ ডেস্ক :

সোমবার, জাতিসংঘের সংস্থা সাসটেইন্যাবল ডেভেলপমেন্ট সল্যুশনস নেটওয়ার্ক– এসডিএসএন-এর করা তালিকায়, এ বছর বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকার শীর্ষ স্থানটি দখল করে নিয়েছে নরওয়ে। এর পরে রয়েছে, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইজারল্যান্ড, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, কানাডা, নিউ জিল্যান্ড, অস্ট্রেলিয়া ও সুইডেন।

সুখী দেশের এ তালিকায়, ১৫৫টি দেশের মধ্যে ১১০তম অবস্থানে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র ১৪তম। যুদ্ধবিধ্বস্ত সিরিয়া এবং আফ্রিকার দেশগুলো রয়েছে তালিকার সবার নিচে।Captureজাতিসংঘ মহাসচিবের বিশেষ উপদেষ্টা জেফ্রে স্যাকস বলেছেন, সাধারণ মাপকাঠিতে সুখী দেশ সেইগুলো, যাদের অর্থনৈতিক সমৃদ্ধি, নাগরিকদের মত-প্রকাশের স্বাধীনতা ও সামাজিক নিরাপত্তা রয়েছে। আগের বছরে সুখীদেশের শীর্ষ ছিল ডেনমার্ক।