দ. কোরিয়ার সঙ্গে মিলিয়ে উ.কোরিয়ার ‘টাইম জোন’ পাল্টাচ্ছে

দ. কোরিয়ার সঙ্গে মিলিয়ে উ.কোরিয়ার ‘টাইম জোন’ পাল্টাচ্ছে

শেয়ার করুন

_101171401_97f939cd-5fb7-41d7-9b98-0cc6fa5f4c60বিশ্বসংবাদ ডেস্ক :

দক্ষিণ কোরিয়ার সঙ্গে মিলিয়ে নিতে উত্তর কোরিয়া তাদের ‘টাইম জোন’ পাল্টাচ্ছে। বিবিসি জানায়, আজ ঘড়ির কাঁটা ৩০ মিনিট এগিয়ে নেবে উত্তর কোরিয়া।

দুই কোরিয়া  আবার এক হয়ে ওঠার প্রথম পদক্ষেপ হিসেবে এটা করা হচ্ছে। প্রায় সাড়ে ছয় দশক ধরে বৈরিতার মধ্য দিয়ে আসা দুই কোরিয়ার সম্পর্কের উন্নতি হতে শুরু করেছে।

গত সপ্তাহে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইনের মধ্যে ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে কোরীয় উপদ্বীপে শান্তি ফিরিয়ে আনতে একসঙ্গে কাজ করার ঘোষণা দেন তারা। এরপর দক্ষিণ কোরিয়ার সঙ্গে সময় মিলিয়ে নেওয়ার এই সিদ্ধান্ত নিল উত্তর কোরিয়া।

বর্তমানে পিয়ংইয়ংয়ের সময় দক্ষিণ কোরিয়া ও জাপানের চেয়ে আধা ঘণ্টা পেছানো। দুই কোরিয়ার সীমান্তবর্তী অসামরিক অঞ্চল পানমুনজমে দুই দেশের ঘড়ি পাশাপাশি থেকে আলাদা এই সময় দেখায়। ওই জায়গায়ই বৈঠক করেছিলেন কিম ও মুন।