দুতের্তের নির্দেশে অসংখ্য বিচারবহির্ভূত হত্যা হয়েছে : অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা

দুতের্তের নির্দেশে অসংখ্য বিচারবহির্ভূত হত্যা হয়েছে : অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে, নিজ শহর দাভাও-এর মেয়র থাকাকালীন সময়ে, তার নির্দেশে কয়েকশ সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে বলে স্বীকারোক্তি দিয়েছেন এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা।

আরতুরো লাসকানাস নামের ওই ব্যক্তি তৎকালীণ মেয়র দুতের্তের দেহরক্ষী হিসেবে কাজ করতেন। তিনিসহ আরো কয়েকজন ডেথ স্কোয়াডের কিলিং মিশনের সদস্য ছিলেন। সোমবার সিনেটের শুনানিতে প্রেসিডেন্ট দুতের্তের বিরুদ্ধে এসব অভিযোগ তোলেন তিনি। লাসকানাস জানান : তিনি নিজে তিনশ’ মানুষকে হত্যা করেছেন। এছাড়া দুতের্তের এই কর্মকাণ্ডের সমালোচনা করায় দুজনকে নির্বচারে হত্যা করতে বাধ্য হয়েছিলেন তিনি।

সিনেটে কথা বলার সময় কান্নায় ভেঙে পড়েন লাসকানাস। তবে গত বছরের অক্টোবরে সিনেটের শুনানিতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে অসত্য তথ্য দিয়েছিলেন তিনি। এবার তিনি সবাইকে সত্য জানাতে চেয়েছেন। ক্ষমতা নেয়ার পর ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের নির্দেশে মাদকবিরোধী অভিযানে এ পর্যন্ত ৭ হাজার সন্দেহভাজনকে হত্যা করা হয়েছে।