ব্রেক্সিটের কারণে জলবায়ু পরিবর্তন মোকাবেলা অসম্ভব হবে : ইইউ পার্লামেন্ট

ব্রেক্সিটের কারণে জলবায়ু পরিবর্তন মোকাবেলা অসম্ভব হবে : ইইউ পার্লামেন্ট

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

ব্রেক্সিটের কারণে জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর বিষয়ে ইউরোপিয় ইউনিয়নের উদ্যোগ ভেস্তে যেতে পারে। এমন সতর্ক বার্তাই দিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ইইউ’র পক্ষ থেকে সমস্যা সমাধানে একজোট হয়ে কাজ করার যে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল বেক্সিটের কারণে তা বাধাগ্রস্ত হবে। বিশেষ করে ইউরোপজুড়ে কার্বন নির্গমন কমাতে ইইউ’র প্রচেষ্টার অংশীদার ছিল যুক্তরাজ্য।

ইউরোপীয়ান কার্বন ট্রেডিং স্কিমের সঙ্গে যুক্ত ছিল দেশটি। ১ দশমিক ৭ বিলিয়ন ডলার তহবিল দেয়ারও প্রতিশ্রুতি দিয়েছিল যুক্তরাজ্য। কিন্তু ব্রেক্সিটের কারণে এ প্রকল্পে যুক্তরাজ্যের অংশগ্রহণের বিষয়টি থমকে গেলো। আর তাই, ব্রিটেনকে বাদ দিয়ে এই প্রকল্প টেকসই হতে পারবে না বরে মনে করছেন ইইউ পার্লামেন্ট সদস্যরা।