তুরস্কে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫১

তুরস্কে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫১

শেয়ার করুন

turkey
বিশ্ব সংবাদ ডেস্ক:

তুরস্কের গাজিয়ানটেপ শহরে একটি বিয়ে বাড়িতে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে।

রোববারের ওই হামলায় অংশ নিয়েছিল ১২ থেকে ১৪ বছর বয়সী একজন। সে জঙ্গিগোষ্ঠী আইএসের সদস্য বলে দাবি করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

এক শোক বার্তায় তিনি বলেন, তুর্কিদের বিভক্ত করতেই আইএস নৃশংসতা চালিয়ে যাচ্ছে। তবে এই জঙ্গিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দেন এরদোয়ান। এর আগে নিহতদের জানাযা শেষে তাদের দাফন করা হয়েছে। শোকস্তব্ধ পরিবারে চলছে মাতম। শতাধিকের বেশি আহত চিকিৎসাধীন। তাদের অনেকের অবস্থাই আশংকাজনক।

এদিকে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া এবং জনগণের নিরাপত্তার দাবিতে বিক্ষোভ করেছে গাজিয়ানটেপের সাধারণ মানুষ। এরইমধ্যে, এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব বান কি মুন এক বিবৃতিতে এই নিন্দা জানান।

হামলায় নিহতদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি। আহতদের সুস্থ্যতা কামনা করেন তিনি আশা করেন, তুরস্ক সরকার দ্রুত এই হামলার বিচার করবে।