তুরস্কে গাড়িবোমা বিস্ফোরণে নিহত ১, আহত ১৫

তুরস্কে গাড়িবোমা বিস্ফোরণে নিহত ১, আহত ১৫

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

সিরিয়া সীমান্ত সংলগ্ন তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সানলিউরফা প্রদেশে গাড়িবোমা বিস্ফোরণে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবারের এই ঘটনায় আহত হয়েছে আরো ১৫ জন। তারা সবাই আদালতের কর্মকর্তা-কর্মচারী।

তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। সানলিউরফা প্রদেশের গভর্নর জানান, ভিরানসেয়ে বিচারকদের আবাসিক এলাকার কাছাকাছি একটি সড়কে ওই গাড়িবোমার বিস্ফোরণ হয়। এতে আদালতের এক কর্মচারীর তিন বছর বয়সী ছেলে ঘটনাস্থলেই প্রাণ হারায়।

পুলিশের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানায়, রাস্তার পাশের পার্কিংয়ে থাকা ওই প্রাইভেট কারটিতে বিস্ফোরক ভর্তি ছিল এবং রিমোটের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়।

তুরস্কের বিচারমন্ত্রী বেকির বোজদাগ একে সন্ত্রাসী হামলা বলে মন্তব্য করে জড়িতদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এখনো পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি।