ইউনূসের প্রভাবে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের হুমকি সইতে হয়েছে: প্রধানমন্ত্রী

ইউনূসের প্রভাবে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের হুমকি সইতে হয়েছে: প্রধানমন্ত্রী

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

ড. ইউনূসের প্রভাবে বাংলাদেশকে রীতিমতো যুক্তরাষ্ট্রের হুমকি সইতে হয়েছে। গ্রামীণ ব্যাংকের এমডি পদে তাঁকে রাখার জন্য, যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায় থেকে পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের অর্থায়ন বন্ধে, নানা চাপ পাওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মিউনিখে শুক্রবার, জার্মান আওয়ামী লীগের এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, পদ্মা সেতু মামলায় ক্ষতিগ্রস্তরা চাইলে বিশ্বব্যাংকের বিরুদ্ধে মামলা করতে পারেন। তিন দিনব্যাপী নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে জার্মানির মিউনিখে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এবারের সম্মেলনে বিশ্বের ২৫টিরও বেশি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান, ৪৭টি দেশের পররাষ্ট্রমন্ত্রী, ৩০টি দেশের প্রতিরক্ষামন্ত্রী, জাতিসংঘ মহাসচিব এবং ৯০ জন সংসদ সদস্যসহ প্রায় ৫শ’ নীতিনির্ধারক অংশ নিচ্ছেন।

জার্মানের চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের মার্কেলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করারও কথা রয়েছে প্রধানমন্ত্রীর। প্রবাসীদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, দোষি প্রমাণ হলে, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শাস্তি হবে।