ট্রাম্পকে অভিসংশনের প্রস্তাব কংগ্রেসে উত্তাপনের প্রক্রিয়া শুরু

ট্রাম্পকে অভিসংশনের প্রস্তাব কংগ্রেসে উত্তাপনের প্রক্রিয়া শুরু

শেয়ার করুন

09833c5683454213ba6f9a9f1412f8c8_18
বিশ্বসংবাদ ডেস্ক :

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিসংশনের জন্য প্রস্তাব তৈরি করতে প্রতিনিধি পরিষদের একটি কমিটিকে নির্দেশ দিয়েছেন স্পিকার ন্যান্সি পেলোসি।

সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে তদন্ত চালাতে ইউক্রেনকে চাপ প্রয়োগের জন্য ট্রাম্পের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার টেলিভিশনে দেয়া এক ভাষণে পেলোসি বলেন, ঘটনাগুলো প্রশ্নাতীত: প্রেসিডেন্ট নিজের রাজনৈতিক স্বার্থে তার ক্ষমতার অপব্যবহার করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার বিনিময়ে।

সামরিক সহায়তা প্রত্যাহার এবং গুরুত্বপূর্ণ ওভাল অফিস মিটিং করেছেন তার রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে তদন্তের ঘোষণা দেওয়ার প্রতিদান হিসেবে। ন্যান্সি পেলোসি আরো বলেন, তাদের গণতন্ত্র হুমকির মুখে। পদক্ষেপ নেওয়া ছাড়া আর কোনো সুযোগই প্রেসিডেন্ট তাদের সামনে রাখেননি। প্রতিনিধি পরিষদে ডেমোক্রেটদের সংখ্যাগরিষ্ঠতা থাকায় সেখানে ভোটাভুটিতে ট্রাম্পকে অভিসংশনের পক্ষেই রায় আসবে বলে ধারণা পর্যবেক্ষকদের। তবে কংগ্রেসের উচ্চ কক্ষ সিনেটে অভিশংসন প্রক্রিয়া আটকে যেতে পারে।