জাপানের জলসীমায় চীনা জাহাজ, সম্পর্কে টানাপোড়েন

জাপানের জলসীমায় চীনা জাহাজ, সম্পর্কে টানাপোড়েন

শেয়ার করুন

1123286-chinajapanrow-1465972445-868-640x480
বিশ্বসংবাদ ডেস্ক :

বিরোধপূর্ণ পূর্ব চীন সাগর দ্বীপপুঞ্জের কাছে চীনা জাহাজের চলাচল নিয়ে দেশটির সঙ্গে জাপানের সম্পর্কের টানাপোড়েন শুরু হয়েছে।

এরই অংশ হিসেবে ব্যাখ্যা জানতে চেয়ে জাপানে চীনের রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হয়েছে। মঙ্গলবার একথা জানিয়েছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা।

শুক্রবার বিরোধপূর্ণ দ্বীপের কাছে চীনের ২৩০টি মাছ ধরার নৌকা ও কোস্ট গার্ডের জাহাজের উপস্থিতি দেখা যায়।  ফুমিও কিশিদা চীনের রাষ্ট্রদূতকে বলেছেন, এমন পরিস্থিতিতে জাপান ও চীনের সম্পর্কের ক্রমশ অবনতি ঘটছে। চীনের একতরফা পদক্ষেপের কারণে উত্তেজনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এটা আমরা মেনে নিতে পারি না। জনবসতিহীন এ দ্বীপপুঞ্জকে কেন্দ্র করে এ দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। জাপানে দ্বীপপুঞ্জটি সেনকাকু এবং চীনে দিয়াউ নামে পরিচিত।