জাতিসংঘের মার্কিন দূত হিসেবে নিকি হ্যালিকে মনোনয়ন

জাতিসংঘের মার্কিন দূত হিসেবে নিকি হ্যালিকে মনোনয়ন

শেয়ার করুন

nikki-haley-Senate-Foreign-Relations-Committee-confirmation-getty-640x480বিশ্বসংবাদ ডেস্ক :

জাতিসংঘের মার্কিন দূত হিসেবে সাউথ ক্যারোলিনার গভর্নর নিকি হ্যালির মনোনয়ন নিশ্চিত করলো যুক্তরাষ্ট্রের সিনেট। মঙ্গলবার সিনেটে অনুষ্ঠিত ভোটাভুটিতে নিকির নিয়োগ চূড়ান্ত করার প্রস্তাবটি অনেকটা সর্বসম্মতিক্রমেই পাস হয়।

রয়টার্স জানায়, মঙ্গলবার অনুষ্ঠিত ভোটাভুটিতে ৯৬ জন সিনেটর নিকিকে সমর্থন দিয়েছেন। আর তার বিরুদ্ধে ভোট দিয়েছেন মাত্র ৪ জন সিনেটর।রিপাবলিকান পার্টির উদীয়মান এ নেত্রী যুক্তরাষ্ট্রের কনিষ্ঠতম গভর্নর।

তার বয়স ৪৫ বছর।জাতিসংঘে সংস্কার আনার পাশাপাশি মানবাধিকার ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সমর্থনে লড়তে চান নিকি হ্যালি যা অনেকসময়ই ট্রাম্পের অবস্থা থেকে আলাদা। নির্বাচনি প্রচারণা চলার সময় ট্রাম্পের বিরুদ্ধে সরব ছিলেন ভারতীয় বংশোদ্ভূত নিকি। ট্রাম্পের কিছু বক্তব্য বিদ্বেষ ছড়িয়ে দিচ্ছে বলেও সতর্ক করেছিলেন তিনি।

শেষ পর্যন্ত সেই সমালোচককেই জাতিসংঘের দূত নিযোগের ঘোষণা দেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণের আগেই গত নভেম্বরের শেষের দিকে নিজের সমালোচক নিকি হ্যালিকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত হিসেবে ঘোষণা করেন তিনি।