কালজয়ী কবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৩তম জন্মদিন

কালজয়ী কবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৩তম জন্মদিন

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক :

বাংলা সাহিত্যের কালজয়ী কবি মাইকেল মধুসূদন দত্তের আজ ১৯৩তম জন্মদিন। ১৮২৪ সালের এই দিনে যশোরের কেশবপুর উপজেলার সাগড়দাঁড়ির দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি।

কবির জন্মদিন উপলক্ষে প্রতিবছর সাগরদাঁড়ির মাইকেল মধুসুদন ইন্সটিটিউশনের স্কুল মাঠে ৭ দিনব্যাপী মধু মেলার আয়োজন করা হয়। বিকেলে মেলায় থাকে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলায় পসরা সাজায় বিভিন্ন স্টল। মেলা দেখতে জড়ো হয় শিশু-কিশোরসহ সব বয়সী নারী-পুরুষ।

মাইকেল মধুসূদন বাংলা ভাষায় সনেট ও অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক। তাঁর সর্বশ্রেষ্ঠ কীর্তি অমিত্রাক্ষর ছন্দে রামায়ণের উপাখ্যান অবলম্বনে রচিত মেঘনাদবধ কাব্য। মাত্র ২৫ বছর বয়সে তিনি দ্য ক্যাপটিভ লেডি নামে তাঁর প্রথম কাব্য রচনা করেন।

কবির অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থাবলি হলো, শর্মিষ্ঠা, কৃষ্ণকুমারী, পদ্মাবতী, বুড়ো শালিকের ঘাড়ে রোঁ, একেই কি বলে সভ্যতা, তিলোত্তমাসম্ভব কাব্য, বীরাঙ্গনা কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, চতুর্দশপদী কবিতাবলী, হেকটর বধ ইত্যাদি। দক্ষ ইংরেজি লেখক হিসেবে কালজয়ী, কবি মাইকেল মধুসূদন দত্ত।