জাকির নায়েককে নাগরিত্ব দিল সৌদি আরব

জাকির নায়েককে নাগরিত্ব দিল সৌদি আরব

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

সন্ত্রাসবাদে উস্কানির অভিযোগে ভারতে গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকা ভারতের নাগরিক বিশিস্ট ইসলামিক বক্তা জাকির নায়েককে সৌদি আরব নাগরিকত্ব দিয়েছে।

শুক্রবার এ খবর দিয়েছে মিডল ইস্ট মনিটর। এতে বলা হয়েছে  জাকির নায়েককে ইন্টারপোল যাতে গ্রেপ্তার করতে না পারে সেজন্য সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজ আল-সৌদ তার নাগরিকত্ব অনুমোদন করেন।

গতবছর জুলাইয়ে ঢাকায় হলি আর্টিজন হামলায় জড়িতদের মধ্যে অন্তত দুজন জাকির নায়েকের বক্তব্য অনুসরণ করতেন বলে অভিযোগ ওঠার পর তার নাম আলোচনায় আসে।

এর পর তার বিরুদ্ধে তদন্ত শুরু করে ভারত সরকার। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করে ভারত। সে সময় সৌদি আরবে থাকা জাকির নায়েক আর ভারতে ফেরেননি।

ভারত আর বাংলাদেশে তার পিস টিভির কার্যক্রম বন্ধ করা হয়।

জাকির নায়েকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর, তার পাসপোর্ট প্রত্যাহার এবং তাকে ধরার জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে ইন্টারপোলকে অনুরোধ করবে ভারতীয় কর্তৃপক্ষ। আর এই গ্রেপ্তার এড়াতে তাকে সৌদি সরকার জাকির নায়েককে নিজেদের নাগরিত্ব দিল।