জঙ্গিবাদে যোগ দেওয়া রুশ নাগরিকরা দেশে ফিরতে পারবেনা

জঙ্গিবাদে যোগ দেওয়া রুশ নাগরিকরা দেশে ফিরতে পারবেনা

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

রাশিয়ার নিরাপত্তা পরিষদের প্রধান নিকোলাই পাত্রুশেভ বলেছেন, মধ্যেপ্রাচ্যে জঙ্গি গ্রুপে যোগ দেয়া রুশ নাগরিকরা আর দেশে ফিরে আসার সুযোগ পাবে না। তারা দেশের শত্রু হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

রোশিয়া-২৪ টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তাদের ব্যাপারে ‘আমাদের সিদ্ধান্ত হচ্ছে তারা কখনোই রাশিয়ার মাটিতে ফিরে আসতে পারবে না। তারা আমাদের প্রধান শত্রু। তাদের সঠিক পথে ফিরে আনা অনেক কঠিন হলেও আমরা যথা সম্ভব তাদেরকে সঠিক পথে ফিরে আনার চেষ্টা চালিয়ে যাব।’

তিনি বলেন, সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার দায়ে গত বছর রাশিয়ায় মোট ১শ’ ৫১ জন রুশ নাগরিককে সাজা দেয়া হয়। ‘এই সংখ্যা যে আর বাড়বে না তা আমি একেবারে উড়িয়ে দিতে পারছি না।’এর আগে পাত্রুশেভ বলেছিলেন, রুশ বংশোদ্ভূত প্রায় ৪ হাজার নাগরিক মধ্যপ্রাচ্যের বিভিন্ন জঙ্গি গ্রুপের সদস্য।