২০০ ফেরোতে পারেনি আইরিশরা!

২০০ ফেরোতে পারেনি আইরিশরা!

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

মুস্তাফিজের ঝলমলে বোলিংয়ে আইরিশরা ২০০ রানে কোটায় পৌঁছাতে পারেনি। ৯ ওভারে ২৩ রান দিয়ে নিয়েছেন চার-চারটি উইকেট। নিজের প্রথম ওভারের দ্বিতীয় বলেই নেন উইকেট। মাঝে দ্বিতীয় ওভারে একটু রান দিলেও এর পর থেকেই শুরু হয় তার কিপ্টে বোলিং।

এছাড়া অভিষিক্ত সানজামুল এবং অধিনায়ক মাশরাফি নেন দুই উইকেট করে। মোসাদ্দকে-সাকিবের ঝুলিতে যায় এক উইকেট করে। অন্যদিকে আইরিশদের মাঝে সর্বোচ্ছ রান করেন জয়েস ৪৬ এবং নীল’ও ব্রাইন করেন ৩। আর পোটারফিল্ডের ব্যাট থেকে আসে ২২ রানের একটি ইনিংস।

এর আগে ত্রিদেশীয় সিরজের নিজদের তৃতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। এ ম্যাচে ওয়ানডেতে অভিষেক হয় সানজামুলের।

মাশরাফির টসে জিতে বোলিং নেওয়ার সিদ্ধান্তকে সঠিক বলেই প্রমাণ করেন নবাংলাদেশের বোলিং সেনসেশন মোস্তাফিজ। ইনিংসের দ্বিতীয় ওভার এবং নিজের দ্বিতীয় বলেই স্লিপে সাব্বিরের হাতে স্টারলিংকে ক্যাচ দিতে বাধ্য করেন।