গোপনে ইসরাইলি নেতাদের সঙ্গে বৈঠকের অভিযোগে সরে দাঁড়ালেন ব্রিটিশ মন্ত্রী

গোপনে ইসরাইলি নেতাদের সঙ্গে বৈঠকের অভিযোগে সরে দাঁড়ালেন ব্রিটিশ মন্ত্রী

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

অবশেষে পদ থেকে সরে দাঁড়ালেন প্রভাবশালী ব্রিটিশ মন্ত্রী প্রীতি প্যাটেল। গোপনে ইসরাইলি নেতাদের সঙ্গে বৈঠকের অভিযোগে বুধবার তিনি পদত্যাগ করেন।

এর আগে সরকারি সফরে আফ্রিকায় থাকা প্রীতি প্যাটেলকে করে দেশে ফিরে আসতে বলা হয়।

প্রধানমন্ত্রী থেরেসা মে’র সাথে সাক্ষাতের পরপরই তিনি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট সেক্রেটারি পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। তবে প্রীতি প্যাটেলের পদত্যাগ থেরেসা মে’র সরকারকে আরও একদফা বেকায়দায় ফেলেছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন। এর আগে, যৌন কেলেঙ্কারির অভিযোগে গত সপ্তাহে পদত্যাগ করেন প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফ্যালন।

গত আগস্টে ছুটি কাটাতে ইসরাইলে যান প্রীতি। সেখানে বেনিয়ামিন নেতানিয়াহুসহ দেশটির প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে ১২টি বৈঠক করেন তিনি। এরপর দেশে ফিরেই প্রীতি ইসরাইলি সেনাবাহিনীর জন্য যুক্তরাজ্যের অর্থ বরাদ্দ দেওয়ার সুপারিশ করেন।