রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ৩৫ হাজারের বেশি এতিম শিশু: তাদের ভবিষ্যত কি?

রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ৩৫ হাজারের বেশি এতিম শিশু: তাদের ভবিষ্যত কি?

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

রোহিঙ্গা ক্যাম্পগুলোতে এতিম শিশুর সংখ্যা ৩৫ হাজার ছাড়িয়ে গেছে। যাদের বেশিরভাগেরই মা-বাবা শিকার হয়েছেন মিয়ানমার সামরিক জান্তা ও উগ্রবাদী মগদের বর্বরতার।

কিভাবে এসব শিশুরা বেড়ে উঠছে, তাদের ভবিষ্যত কি?

উখিয়ার আনজুমানপাড়া সীমান্তে বাংলাদেশে ঢোকার অপেক্ষায় হাজার তিনেক মানুষ। নিরাপত্তা বাহিনীর সতর্ক পাহারা এড়িয়ে এগিয়ে আসা লোকটির কোলে অসুস্থ এক শিশু। শিশুটির বাবা-মা দুজনকেই হত্যা করা হয়েছে। কুতুপালং ক্যাম্পে ঢুকতে পাশাপাশি দুটি ঘর। একটিতে সালেহা খাতুন। স্বামীকে হত্যার পর পাঁচ সন্তান নিয়ে বাংলাদেশে পালিয়ে আসেন তিনি।

পাশের ঘরের মমতাজ বেগমের দুই সন্তান। স্বামীকে মেরে ফেলা হয়েছে। শিবিরগুলোতে আশ্রয় নেয়া বেশিরভাগ শরনার্থীদের জীবনের গল্প প্রায় একইরকম। বালুখালী এক নম্বর ক্যাম্পে একটি পরিবারের সঙ্গে থাকা পাঁচ বোনের মধ্যে চারজনেরই বয়স দশের নিচে।

প্রতিদিনই বাংলাদেশে পাড়ি দিচ্ছে শতশত শরনার্থী। বাড়ছে এতিম শিশুও। কোমলমতি এসব শিশুদের ভবিষ্যৎ সুরক্ষার বিষয়টি বিবেচনায় একটি প্রকল্প নিয়েছে সরকার।প্রধানমন্ত্রীর নির্দেশে এসব শিশুদের তালিকাও তৈরির কাজ চলছে।

এ পর্যন্ত প্রায় ৩৩ হাজার এতিম শিশুর তথ্য সংগ্রহ করা হয়েছে। যাদের ৮ হাজারের মা-বাবা কেউ নেই।