গুহায় আটকে পড়া কিশোরদের উদ্ধারে নিয়োজিত ডুবুরীর মৃত্যু

গুহায় আটকে পড়া কিশোরদের উদ্ধারে নিয়োজিত ডুবুরীর মৃত্যু

শেয়ার করুন

_102404241_diverবিশ্বসংবাদ ডেস্ক :

থাইল্যান্ডে গুহায় আটকে পড়া কিশোরদের উদ্ধারকাজে নিয়োজিত এক স্বেচ্ছাসেবক মারা গেছেন। কিশোরদের কাছে অক্সিজেন পৌঁছে ফেরার পথে প্রাণ হারান তিনি। বিবিসি জানায়, থাইল্যান্ডের নৌবাহিনীর সাবেক ডুবুরি সামান গুনান নিজ ইচ্ছায় উদ্ধারকারী দলে যোগ দিয়েছিলেন।

৩৮ বছর বয়সী গুনান গুহার ভেতরে আটকা পড়া দলের কাছে অক্সিজেন পৌঁছে দেয়ার দায়িত্ব পান। দলটির কাছে অক্সিজেন পৌঁছেও দেন। এরপর  লম্বা রাস্তায় ফেরত আসার পথে তিনি চেতনা হারিয়ে ফেলেন  এবং গুহাতেই তার মৃত্যু হয়। মৃত্যুর কারণ হিসেবে বলা হচ্ছে ফেরার পথে তার কাছে যথেষ্ট পরিমাণ অক্সিজেন ছিল না।  গানানের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।
_102403797_25826aeb-1ac4-4db7-aff1-f954c4cc1011
গত ২৩ জুন দেশটির উত্তরাঞ্চলীয় চিয়াং রাই এলাকার থাম লুয়াং গুহায় বেড়াতে গিয়ে আটকে পড়ে কোচসহ ওই ১২ খুদে ফুটবলার ।  ভারী বর্ষণ আর কাদায় থাম লুয়াংয়ের প্রবেশমুখ বন্ধ হয়ে গেলে তারা আর বের হতে পারেনি। ৯ দিন পর তাদের খোঁজ মেলে। গুহায় আটকে পড়া দলটিকে উদ্ধারের জন্য প্রায় এক হাজার মানুষ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে রয়েছেন ডুবুরি, সামরিক কর্মচারী ও বেসামরিক স্বেচ্ছাসেবি।