টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে কয়েকটি জেলায় নদীর পানি বৃদ্ধি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে কয়েকটি জেলায় নদীর পানি বৃদ্ধি

শেয়ার করুন

floodphoto-1এটিএন টাইমস ডেস্ক :

টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের কয়েকটি জেলায় নদীর পানি বৃদ্ধি পেয়েছে।

লালমনিরহাটের ৪ উপজেলার ১০ ইউনিয়নের ২০টি গ্রামে ঢুকে পড়েছে পানি ও কয়েকটি ইউনিয়নে দেখা দিয়েছে নদী ভাঙ্গন। আতংকিত মানুষ সড়িয়ে নিচ্ছে তাদের বাড়িঘর। অবশিষ্ট বাঁধটি ভাংগনের কবল থেকে রক্ষা করতে জিও ব্যাগ ফেলা হচ্ছে।

কুড়িগ্রামে ধরলা নদীর পানি সেতু পয়েন্টে বিপদসীমার ২৮ সেন্টিামিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে কুড়িগ্রাম সদর ও ফুলবাড়ী উপজেলায় ধরলা নদীর অববাহিকার চরাঞ্চলের প্রায় ২৫টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ২০ হাজার মানুষ। এসব এলাকার কাঁচা সড়ক তলিয়ে থাকায় ভেঙ্গে পড়েছে যোগাযোগ ব্যবস্থা।

সুনামগঞ্জে টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে আজও সুরমা নদীর পানি বিপৎসীমার ৬৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এখনও পানিবন্দী রয়েছে শহরের তেঘরিয়া, কাজিরপয়েন্ট,নবীরনগর,বড়পাড়া নতুনপাড়াসহ বেশ কিছু এলাকা। এতে চরম ভোগান্তিতে পড়েছে এলাকবাসী। পানিতে ডুবে যাওয়ায় বন্ধ রয়েছে ছাতক-সুনামগঞ্জ ও বিশ্বম্ভরপুর-তাহিরপুর আঞ্চলিক সড়কের যানচলাচল।