ক্যালিফোর্নিয়ার ফলের পর এগিয়ে গেলেন হিলারি

ক্যালিফোর্নিয়ার ফলের পর এগিয়ে গেলেন হিলারি

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে প্রথ থেকেই ডোনাল্ড ট্রাম্প এগিযে থাকলেও ক্যালিফোর্নিয়ার ফল আসার পর এগিয়ে গেলেন হিলারি ক্লিনটন। শেষ খবর পাওয়া পর্যন্ত হিলারি ক্লিনটন পেয়েছেন ১৯৭ টি ইলেক্টোরাল ভোট এবং ট্রাম্প পেয়েছেন ১৮৭ ভোট। জয়ের জন্য ২৭০ টি ভোট দরকার হবে।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে।

মার্কিন নির্বাচনে হিলারি বা ট্রাম্প—যিনিই জিতুন, তা সৃষ্টি করবে নতুন ইতিহাস। ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন জিতলে তিনি হবেন দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট। অন্যদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জিতলে রাজনীতিতে বিতর্কের ঝড় তোলা একজন আগন্তুক হবেন দেশের কর্ণধার। বাংলাদেশ সময় আজ দুপুর নাগাদ জানা যাবে কে হবেন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট।

নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার সকাল ছয়টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। হিলারি ভোট দেন নিউইয়র্ক শহরের বাইরে চাপ্পাকুয়াতে, নিজের বাসভবনের কাছে একটি সরকারি বিদ্যালয় কেন্দ্রে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পও ভোট দেন নিউইয়র্কে।

ভোট চলাকালেই নেভাদার ক্লার্ক কাউন্টির নির্বাচনী কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেছে গতকাল ট্রাম্প। এখানে বিপুলসংখ্যক হিস্পানিক ভোটারকে ভোটদানে সাহায্য করতে নির্ধারিত সময়ের পরেও দুই ঘণ্টা কেন্দ্র খোলা রাখা হয়। এটি নিয়মের লঙ্ঘন, এই অভিযোগে মামলা করেছে ট্রাম্প শিবির। তবে একজন নির্বাচন কর্মকর্তা বলেছেন, ভোট গ্রহণের সময় বাড়ানো হয়নি। বরং সময় শেষ হওয়ার আগে যাঁরা লাইনে ছিলেন, তাঁদের ভোট নেওয়া হয়েছে।

অন্যদিকে ফ্লোরিডার ব্রোওয়ার্ড কাউন্টিতে অনিয়মের অভিযোগে দুজন নির্বাচন কর্মীকে বরখাস্ত করেছে নির্বাচন বোর্ড। তবে তাঁরা কী ধরনের অনিয়ম করেছেন, তা অবশ্য জানানো হয়নি।

তবে আগাম ভোটের ফলাফলের ভিত্তিতে এ কথা বলা যায়, নির্বাচনের হাওয়া হিলারির পক্ষে। প্রায় ৪ কোটি ৩০ লাখ মানুষ আগাম ভোট দিয়েছেন। নেভাদা ও ফ্লোরিডায় হিস্পানিক ভোটারদের অভাবিত অংশগ্রহণের ফলে এই দুই রাজ্য হিলারি কবজা করতে পেরেছেন—এ কথা অধিকাংশ নির্বাচন বিশ্লেষকের।