কোরিয় উপদ্বীপে আবারো মার্কিন বোমারু বিমান

কোরিয় উপদ্বীপে আবারো মার্কিন বোমারু বিমান

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

কোরিয় উপদ্বীপে আবারো মহড়া চালিয়েছে মার্কিন বোমারু বিমান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাপান সফরের একদিন আগে জাপান ও দক্ষিণ কোরিয়াকে সঙ্গে নিয়ে এ মহড়া চালানো হয়।

মহড়ার অংশ হিসেবে প্রশান্ত মহাসাগরীয় মার্কিন বিমানঘাঁটি গুয়ামের অ্যান্ডারসন বিমান ঘাঁটি থেকে কোরিয় উপদ্বীপের উদ্দেশে উড্ডয়ন করে দুটি বিওয়ান-বি বোমারু বিমান। সেগুলো দক্ষিণ কোরিয়া ও জাপানের বি-ওয়ান বি জঙ্গি বিমানের সঙ্গে যৌথভাবে মহড়ায় অংশ নিয়েছে।

গত আগস্টেই গুয়ামের এই ঘাঁটিতে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিয়েছিল পিয়ংইয়ং। উত্তর কোরিয়া-যুক্তরাষ্ট্রের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই এশিয়া সফরে আসছেন ট্রাম্প। তার সফর পরিকল্পনায় রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, ভিয়েতনাম ও ফিলিপাইনের নাম।