সাবেক রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাস আর নেই

সাবেক রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাস আর নেই

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাস মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শুক্রবার রাতে অসুস্থ হয়ে পরলে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া শোক প্রকাশ করে এবং শোকসন্তপ্ত পরিবারেরর প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আব্দুর রহমান বিশ্বাস ১৯৭৯ সালে বরিশাল থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি জিয়াউর রহমানের মন্ত্রিসভায় পাটমন্ত্রী এবং বিচারপতি আব্দুস সাত্তারের মন্ত্রিসভায় স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। ১৯৯১ সালের পঞ্চম সংসদে তিনি স্পিকার ও পরে রাষ্ট্রপতি নির্বাচিত হন।

শনিবার সকালে বরিশাল জেলা স্কুল মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর সকাল সাড়ে ১১টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, বাদ জোহর হাইকোর্ট প্রাঙ্গণ এবং বাদ আসর গুলশান আজাদ মসজিদে চতুর্থ জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে।