কোমেকে বরখাস্ত করায় সবাই আমাকে ধন্যবাদ দেবেন: ট্রাম্প

কোমেকে বরখাস্ত করায় সবাই আমাকে ধন্যবাদ দেবেন: ট্রাম্প

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-এর পরিচালক জেমস কোমে-কে বরখাস্ত করার জন্য ডেমোক্রেট ও রিপাবলিকান আইনপ্রেণেতারা একসময় ধন্যবাদ দেবেন বলে আশা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার টুইট বার্তায় ট্রাম্প বলেন, এফবিআই পরিচালকের পদে কোমের চেয়েও যোগ্য কাউকে নিয়োগ দেওয়া হবে। ফিরিয়ে আনা হবে সংস্থাটির সম্মান ও কর্মক্ষমতা।

আরেকটি টুইট বার্তায় প্রেসিডেন্ট বলেন, কোমে ওয়াশিংটন, রিপাবলিক এবং ডেমোক্রেটসহ প্রায় সবার আস্থা হারিয়েছেন। যখন পরিস্থিতি আবার শান্ত হবে তখন সবাই আমাকে এজন্য ধন্যবাদ দেবে। কোমে-কে বরখাস্তে ডেমোক্রেটদের প্রতিক্রিয়ার জবাবে ট্রাম্প জানান, তার সম্পর্কে ডেমোক্রেটরাই সবচেয় খারাপ কথা বলেছে। এমনকি তারা কোমেকে বরখাস্ত করা উচিত বলেও মন্তব্য করেছে। কিন্তু এখন তারা খুব দুঃখিত হওয়ার অভিনয় করছে।

গত ৩ মে কংগ্রেসের শুনানিতে হিলারির ইমেইল তদন্ত নিয়ে পুরোপুরি সঠিক তথ্য না দেয়ার অভিযোগে এফবিআই পরিচালক জেমস কোমে-কে বরখাস্ত করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া এই ঘটনাকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরিণ বিষয় বলে মন্তব্য করেছে।